আমি শুধু গান গাই গজল লিরিক্স | Ami Sudhu Gan Gai Gojol Lyrics | ওবায়দুল্লাহ তারেক
আমি শুধু গান গাই গজল অডিও
Lyrics
আমি শুধু গান গাই
তোমারই জন্য।
ও গো প্রিয় প্রভু অনন্য!
তোমার প্রিয় হতে চাই,
তোমার রহম পেতে চাই,
তোমার প্রেমে জীবন কর পূর্ণ —
ও গো প্রিয় প্রভু অনন্য —-
১ম অন্তরা।
আমার এই পথ চলা,
রাত জাগা কথা বলা,
আমার এই সুর সাধনা–
তোমাকেই ঘিরে সব,
ভালো লাগা উৎসব।
তোমার তরেই প্রার্থনা —
তুমি শুধু বুকে নেও,
তোমার রঙ্গে রাঙ্গিয়ে দাও,
মনের এই সবুজ অরণ্য –.
ও গো প্রিয় প্রভু অনন্য–
২য় অন্তরা।
এ জীবন জানি হায়,
একদিন যাবে ফুরায়,
থেমে যাবে সব আয়োজন।
কঠিন সেই প্রহরে,
বিভীষিকাময় হাসরে,
তুমি শুধু থেকো আপন।
ফিরিয়ে ওগো দিওনা,
চাই তোমার করুণা,
আমি অধম বড় নগন্য
Daily Visit – https://rihulislam.com/