Abaro Aslo Fire Mahe Ramadal Lyrics | আবারো আসলো ফিরে মাহে রমাদান লিরিক্স | রমজানের নতুন গজল ২০২৩

Abaro Aslo Fire Mahe Ramadal Lyrics | আবারো আসলো ফিরে মাহে রমাদান লিরিক্স | রমজানের নতুন গজল ২০২৩

Abaro Aslo Fire Mahe Ramadal Lyrics
আবারো আসল ফিরে সোনা ঝরা দিন
বারাকা ও রাহামায় ভরা রমাদান
মনের বীণায় তাই বাজে কত বীণ
মাগফিরাতের আশে নাচে যে পরাণ
আরশের কোল জুড়ে দেখো হে মুমিন
হেসে হেসে ডেকে যায় প্রিয় রাইয়্যান ॥
: :
তারি সাথে নদী হাসে, হাসে ফুল পাখি
পাহাড়ের কোলে হাসে ঝর্ণারধারা
রহমের বাণ এসে করে ডাকাডাকি
সেই ডাকে চাঁদ হাসে , হাসে সুখ তারা
হেসে হেসে সুর তোলে তামাম জাহান
এসো এসো ধরনীতে মাহে রমাদান ॥
: :
এই মাস রহমের, তাকোয়ার মাস
আমলের বাগে যার হবে শুধু চাষ
বিনিময়ে সুখোময় মহা জান্নাত
লুফে নিবে মুমিনেরা তুলে দুই হাত ॥
: :
পাপী তাপী যত আছ সারাটি বছর
গুনাহের কাজে ডুবে ছিলে সারাক্ষণ
আরশের দিকে চেয়ে কেঁদে কেঁদে এসো
চেয়ে নেই ক্ষমা তার সকলি এখন
নিশ্চিত করে জানি প্রভু রহমান
আমাদের ক্ষমা করে হবে দয়াবান ॥

আরো বাংলা লিরিক্স গজল- হালাল খেয়ে রাখবো রোজা গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply