Aj nayto kal jabe keu Gojol Lyrics | আজ নয়তো কাল যাবে কেউ | bangla gojol

Aj nayto kal jabe keu Gojol Lyrics | আজ নয়তো কাল যাবে কেউ | bangla gojol 

Aj nayto kal jabe keu Gojol Lyrics
আজ নয়তো কাল যাবে কেউ
কেউ গেছে গত পরশু দিনেও
এই পৃথিবী ক্ষণস্থায়ী
থাকার যায়গা না
কিসের এতো অহমিকা
রক্তচক্ষু অগ্নি শিখা
দম ফুরাইলে কবর
ছাড়া যায়গা হবে না।

বেচে থাকার কালে
কত বন্ধু পেয়েছিলে
সময় নদীর স্রোতে
মায়া প্রীতিকে হারালে,
আড়াল হলো যেদিন
এই ধুম্র জালের জড়া
ভালোবাসার ঘরে
এক নামলো মহা খরা,
চৌদিকে যারা ছিলো
তার সিকিভাগ আজ নেই
মায়া কান্নার রোল আর
কালকেই রবে না।

নেক আমলে ভরপুর
যদি হয় তোমার জীবন
নেই কিছু দরকার
আর এটাই আসল ধন,
বদ আমলের পাল্লা
যদি কিছুতে হয় ভারী
যতই বড় হওনা কেনো
আদতে আনাড়ি,
জাহান্নামের আগুন
পুড়ে খাবে দেহ অন্তর
যন্ত্রনাদায় পথ এক
কেনো মন বোঝ না!

আরো বাংলা লিরিক্স গজল- রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply