আকাশে চাঁদ রবি গজল লিরিক্স | akashe chad robi gojol lyrics | bangla gojol lyrics
আকাশে চাঁদ রবি গজল mp3
Lyrics
কঠিন হাশর দিনে
-তোজাম্মেল হক বাচ্চু
আকাশে চাঁদ রবি গ্রহ তারা
তোমারি গান গেয়ে দিশাহারা
আমিও তাদের সাথে
হাত রেখে হাতে হাতে
তোমারি গুনগান গেয়ে যেতে চাই
ও আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই।।
আমাতে ঢেলে দাও তোমারি আলো
দূর করে দাও যতো মনের কালো
তোমার কাননে হায়
সকাল আর সন্ধ্যায়
ফুল হয়ে ফুটিতে যে চাই।।
ও আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই
আমাতে যদি ভুল হয়ে যায় কভু
ক্ষমা করে নিও কাছে ওগো মোর প্রভু
কঠিন হাশর দিনে
তুমি ছাড়া বিনে
আমার তো কেউ আর নাই।।
ও আল্লাহ শুধু যে তোমাকে চাই।।
…………………………………………..
Daily Visit – https://rihulislam.com/