আমি মনে মনে লিরিক্স গজল | Ami Mone Mone Gojol Lyrics | amar nabi Muhammad lyrics
আমি মনে মনে গজল অডিও
লিরিক্স,,,,
আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম
আমার তনুমনে তাহার নামে বাঁজে প্রেমের গান-২
আমার নাবী মুহাম্মাদ
এ নামে মুহাব্বাত-২
আমার আশা ভালোবাসা চেতনা সাধনা ধ্যন
আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম
আমার তনুমনে তাহার নামে বাঁজে প্রেমের গান
আমি মনে মনে
আমি তাঁর প্রেমিক হবো
আমি তার সৈনিক হবো
আমি তারঁ প্রেমের খোঁজে
তাহার পথে দৈনিক রবো-২
বাঁজে বুকে সল্লেল্লাহ
ধ্যনে জ্ঞানে সল্লেল্লাহ-২
আমার আকুল হৃদয় মসগুল
যপে দূরুদ ও সলাম
আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম
আমার তনুমনে তাহার নামে বাঁজে প্রেমের গান
আমি মনে মনে….
আমি তাঁর সিরাত ধরে
আলোকের পথিক হবো
হায়াতের দিনগুলোতে
তাহার পথে সটিক রবো-২
সে আমার সাফায়াত
তরই পথে হেদায়াত
তাহার সংবাদ বুকে আবাদ
করে যাই সারা দিন মান
আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম
আমার তনুমনে তাহার নামে বাঁজে প্রেমের গান
আরো বাংলা লিরিক্স >> তোমাকে ডাকি যদি একবার গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/