Amra dui vaibon Gojol Lyrics | আমরা দুই ভাইবোন গজল | Bangla Gojol

Amra dui vaibon Gojol Lyrics | আমরা দুই ভাইবোন গজল | Bangla Gojol 

Amra dui vaibon Gojol Lyrics
আমরা দুই ভাইবোন, মা বাবার দুই নয়ন
দুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন।
ভাইয়া তুমি অনেক ভাল থেক
আপু তুমি আমায় আদরে রেখ

ভাইয়া তুমি নয়নমণি তুমি আমার আশা
তোমার জন্য আদর সোহাগ মিষ্টি ভালবাসা
আপু তুমি আমলে হও মা ফাতিমার মত
দ্বীনের পথে আলো ছড়াও শিক্ষায় অবিরত
পাশাপাশি থাকবো মোরা হয়ে যে রতন।।
ভাইয়া তুমি অনেক ভাল থেক
আপু তুমি আমায় আদরে রেখ

পড়া শোনা শিখে তুমি আলেম হও নামি
ইবনে সিনার মত হও অনেক বড় জ্ঞানী
আপু তুমি এই ভুবনে সদা ভাল থাকো
আপন কাজের গুনে আগামীটা আঁকো
বাবা মাকে করবো নাকো কভু জ্বালাতন।
ভাইয়া তুমি অনেক ভাল থেক
আপু তুমি আমায় আদরে রেখ

আরো বাংলা লিরিক্স গজল-সাদা কাফনে মোড়ালে

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply