Aroser Mehman Koresen Allah | আরশের মেহেমান করেছেন আল্লাহ গজল লিরিক্স | Bangla Gojol
নবির রওজা শরীফ
দেখে মন ভরে না
নবির রওজা শরীফ
দেখে মন ভরে না
দিদার দাওগো শাহে মদিনা
দিদার দাওগো শাহে মদিনা
নবির রওজা শরীফ
দেখে মন ভরে না
নবির রওজা শরীফ
দেখে মন ভরে না
দিদার দাওগো শাহে মদিনা
দিদার দাওগো শাহে মদিনা
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
আরশের মেহেরমান করেছে
আল্লাহকত শান কত মান
মোর কামলি ওয়ালা
কত শান কত মান মোর
কামলি ওয়ালাওগো মদিনা
ওয়ালা ওগো মদিনা
ওয়ালা কর করনা
বিদার দাও গো শাহে মদিনা
বিদার দাও গো শাহে মদিনা
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া আলি মোবারক দেখলে এক নজর
নুরেতে ঝলমল করবে বিতর
ইয়া আলি মোবারক দেখলে এক নজর
নুরেতে ঝলমল করবে বিতর
নুরেতে ঝলমল করবে বিতর
ওগো রফুর রহিফ
ওগো রফুর রহিফ কাছে ডাকো না
বিদার দাও গো শাহে মদিনা
বিদার দাও গো শাহে মদিনা
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
পৃথিবী যত খানে যত দিয়েছি
কম বেশি দু্ৃঃখ তো পেয়েছি
পৃথিবী যত খানে যত দিয়েছি
কম বেশি দু্ৃঃখ তো পেয়েছি
কম বেশি দু্ৃঃখ তো পেয়েছি
রহছাতে গিয়ে রহছাতে গিয়ে
দুঃখ থাকেনা
দিদার দাও গো শাহে মদিনা
দিদার দাও গো শাহে মদিনা
ওলি উল্লা তোমার পেমেতে পাগল
তোমার জন্য মোর দিবজে সকল
ওলি উল্লা তোমার পেমেতে পাগল
তোমার জন্য মোর দিবজে সকল
ওগো ছিরাজো মনির ওগো ছিরাজো
মনির তুমি দয়া করনা
দিদার দাও গো শাহে মদিনা
দিদার দাও গো শাহে মদিনা
নবির রওজা শরীফ দেখে মন ভরে না
নবির রওজা শরীফ দেখে মন ভরে না
দিদার দাও গো শাহে মদিনা
বিদার দাও গো শাহে মদিনা
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবীবল্লাহ
আরো বাংলা লিরিক্স গজল- তুমি ছাড়া বাবা আমার জাইমা নূর
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।