মদিনা নিয়ে গজল লিরিক্স | Dhonno Madina Gojol Lyrics | নাতে রাসূল সা. লিরিক্স | New Gojol
ফুল বাগানের গোলাপ গজল অডিও
Gojol Lyrics
ফুল বাগানের গোলাপ দেখো সুবাসে অনন্য
মদীনাতো ধন্য হলো প্রিয় নবীর জন্য ||
তাইতো আমি বারে বারে তার প্রেমেতে ভাসি
নিজের প্রানের চেয়ে আমি তাকে ভালবাসি ||
তার প্রেমেতে হবো আমি, পাগল বলে গন্য । ঐ
ওই মদীনা বড়ই সুখি আছে খুবি সুখে
প্রিয় নবী আছেন শুয়ে তার আদুরে বুকে ||
নবী পেয়ে হইলো সোনা, হইলো যে সে ধন্য । ঐ
আমার মনে ভীর করে যায় কত ছবি এসে
সব মুছে দেই রাখি শুধু তার ছবিটাই শেষে ||
মদীনা তাই আমার কাছে সেরা দামী পন্য । ঐ
আরো গজল লিরিক্স>> কি হবে ভাবো সেই দিন গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/