DU-DINER DUNIYA LYRICS | দু’দিনের দুনিয়াটা লিরিক্স | BANGLA GOJOL

DU-DINER DUNIYA LYRICS
দু’দিনের দুনিয়াটা দু’দিনের বাড়ি
ডাক এলে চলে যাবো দিয়ে সবই আড়ি।।

পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস
আমি আর আমি নেই হয়ে গেছি লাশ
কে আপন কে স্বজন সকলেই পর
মাঝখানে ক্ষণিকের শুধু আহাজারি।।

পড়ে রবে টাকাকড়ি পড়ে রবে ধন
যাবে একা ভিখারির মতো আমার এ জীবন!

অনেকেই দেখে যাবে এই দেখা শেষ
আমি পরে রবো শেষ বিদায়ের বেশ
বাঁশের পালকি এলে আর দেরি নয়
সবকিছু হয়ে যাবে বড় তাড়াতাড়ি।।


আরো বাংলা গজল লিরিক্স- কালেমা নসিবে মোর দিও গজল

 ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply