নতুন গজল | ইচ্ছে করে পাখি হয়ে গজল লিরিক্স | Dur Modina Gojol Lyrics
ইচ্ছে করে পাখি হয়ে গজল mp3
Lyrics
ইচ্ছে করে পাখি হয়ে
দূর মদিনায় উড়ে যাই
ইচ্ছে করে হাজ্বীর বেশে
রওজাতে সালাম জানাই
আশায় আশায় যায় কেটে যায়
কতোশতো দিন
মদিনা দেখার সুযোগ হবে
কী মোর হবে কোনো দিন
ধন্য হবে দেখে বার এক
আমার ক্ষুদ্র জীবনটাই
পাপের বোঝা মাথায় নিয়ে
কাঙাল এ আমি
পুণ্যবান হবো
নবীর কদমও চুমি
ধন্য হবে দেখে বার এক
আমার ছোট্ট জীবনটাই
আরো বাংলা লিরিক্স >> কবর গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/