Elo Khushir Ramjan Gojol Lyrics | এলো খুশির রমজান নতুন গজল | কলরব
লিরিক্সঃ
ঐ দেখো প্রাণ হাসে চারিদিকে ঘ্রাণ ভাসে
ঐ দেখো প্রাণ হাসে চারিদিকে ঘ্রাণ ভাসে
ঈমানি জোসনা লগনে
খুশি এনে দিয়েছে রমাদন
খুশি এনে দিয়েছে রমাদন
মুমিনের জীবন প্রানে
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আকাশের নীল তারাও হাসে
মুমিনের সিয়াম বেশি ভালোবাসে
আকাশের নীল তারাও হাসে
মুমিনের সিয়াম বেশি ভালোবাসে
ফুল পাখি হাসে উজার ঘ্রাণে
ফুল পাখি হাসে উজার ঘ্রাণে
সিয়াম শিশির ঝরে প্রাণে প্রাণে
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
সুর
কি যে হাসি ইফতারে কি যে খুশি সাজে
দল বেঁধে তারাবীতে সফেদ সাজে
কি যে হাসি ইফতারে কি যে খুশি সাজে
দল বেঁধে তারাবীতে সফেদ সাজে
মুগ্ধতা ঘিরে যায় কোরআন ধ্যানে
মুগ্ধতা ঘিরে যায় কোরআন ধ্যানে
মোনাজাতে কিয়াকল জনে জনে
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আহালান সাহালান মাহে রমাদন
আরো বাংলা লিরিক্স গজল- রমজানের নতুন গজল
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।