আল্লাহ নামের সুর গজল বাংলা লিরিক্স | Humayra Afrin Era – Allah Namer Shur Gojol Lyrics

আল্লাহ নামের সুর গজল বাংলা লিরিক্স | Humayra Afrin Era – Allah Namer Shur Gojol Lyrics  

 

আল্লাহ নামের সুর গজল অডিও

 

Lyrics

তোর রঙীনো ডানায় 
যাওরে ছুটে দূর বহুদূর‌।
ও প্রজাতি রে …
তোর রূপেরো খেয়ায়
কন্ঠে তুলে আল্লাহ্ নামের সুর।।
 
কী যে দারুণ মেলেছো ডানা
পথ হারাতে নেই কোন মানা
তুমি ফুলে ফুলে যাও
ফুলের রেনু খাও
কন্ঠে তোমার তাসবিহ্ যে মধুর। 
 
কী যে সুখের তুলেছো কথা
উড়ে উড়ে ভেঙে জড়তা
তুমি দোলে দোলে যাও 
হামদে শুকুর গাও
ঈমান তোমার আছে সমুদ্দুর।

আরো গজল লিরিক্স >> ঘুম যদি না আসে গভীর রাতে গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply