Mon Minar Gojol Lyrics । মন মিনার বাংলা গজল লিরিক্স। Kalarab

  Mon Minar Gojol Lyrics । মন মিনার বাংলা গজল লিরিক্স। Kalarab

Mon Minar Gojol Lyrics
মন মিনার গজলঃ

লিরিক্সঃ

মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত
হৃদয় মাঝে ঝর্না প্রেমের বহে অবিরত

মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত
হৃদয় মাঝে ঝর্না প্রেমের বহে অবিরত

তুমি আমার ভালোবাসার সিরাজুম মুনিরা
সল্লিয়ালা দুরুদ যপে হই যে আত্মহারা
সল্লিয়ালা দুরুদ যপে হই যে আত্মহারা

সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা
সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়াল
সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা

পৃথিবী জুড়ে ছিলো পাঁপের সমাহার
তোমার আগমনে হলো সব পরিহার

পৃথিবী জুড়ে ছিলো পাঁপের সমাহার
তোমার আগমনে হলো সব পরিহার

মুহাম্মাদের নামের তরে মহান প্রভু
মুহাম্মাদের নামের তরে মহান প্রভু
ক্ষমা করেন সব পাঁপের বারিধারা

সল্লিয়ালা দুরুদ যপে হই যে আত্মহারা
সল্লিয়ালা দুরুদ যপে হই যে আত্মহারা

সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা
সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়াল
সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা

মদিনার ঐ মাটি জড়াতে একবার
সালাম জানাতে পাশে তাঁর রওজার
মদিনার ঐ মাটি জড়াতে একবার
সালাম জানাতে পাশে তাঁর রওজার

জীবনের শুরু থেকে এঁকে তাঁর ছবি
জীবনের শুরু থেকে এঁকে তাঁর ছবি
বিরহ নলে বয়ে যায় অশ্রুধারা

সল্লিয়ালা দুরুদ যপে হই যে আত্মহারা
সল্লিয়ালা দুরুদ যপে হই যে আত্মহারা

সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা
সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়াল
সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা সল্লিয়ালা

 

আরো লিরিক্স গজল>> সাজাও তোমার দেশ। Muhib Khan

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply