O Malik Re Gojol Lyrics | ও মালিক রে গজল লিরিক্স | Rajiya Risha | New Gojol

 O Malik Re Gojol Lyrics | ও মালিক রে গজল লিরিক্স | Rajiya Risha | New Gojol

Rajiya Risha
 

ও মালিক রে গজল অডিও


Lyrics

ও মালিক রে আমি পাপী
পাপে থাকি ডুবে
মালিক রে
ক্ষমা চাইতে তোমার কাছে
বারে বারে আসি ফিরে
 
ইবলিসেরই ধোকায় পড়ে
করেছি কি ভুল
ক্ষমা তোমার না পাই যদি
যাবে যে দুকুল
তুমি ছাড়া কে আছে আর
চাই গো তোমার তরে
 
এই দুনিয়ার মায়া যত
চাই যে ভুলিতে
তোমার প্রেমে পাগল হয়ে
চাই যে ডুবিতে
প্রভু তুমি পারো সবই
নাওনা আপন করে 
 

আরো গজল লিরিক্স >> ডাক এসেছে যেতে হবে গজল লিরিক্স

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply