Oi Khutihin Nil akash Lyrics | ঐ খুটিহীন নীল আকাশ | Bangla Gojol
ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছো।
এই শ্যামল পৃথিবীর চিত্রখানী
তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো।
তুমি কুদরতি ইশারায় রেখেছো।
এই শ্যামল পৃথিবীর চিত্রখানী
তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো।
ওগো আল্লাহ, শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো।।
তুমি সাগরের বুকে দিলে কান্না
তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা
আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়
তুমি আলোর প্রদীপখানি জ্বেলেছো
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ
গাইতে এ দুনিয়ায় তোমারি গান।
এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম
তার মরণ খাতায় নাম লিখেছো।
আরো বাংলা গজল লিরিক্স- আল্লাহ আমার রব লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।