পাখি হলে উড়ে যাইতাম গজল লিরিক্স | সোনার মদিনায় গজল | Pakhi Hole Ure Jaitam Gojol Lyrics | Rajiya Risha
পাখি হলে উড়ে যাইতাম গজল লিরিক্স
Lyrics
পাখি হলে উড়ে যাইতাম
সোনার মদিনায় রে
সবুজ গিলাফ হইতে মন চায়
নবীজীর রওজায় রে
জমিজামা টাকা ও নাই
আমি সম্বলহীন রে
তবুও চিরবাসনা
যাইতে মদিনায় রে
হাজী বেশে যায় মদিনায়
কত চেনা লোক রে
কেউ যদি নেয় সঙ্গে মোরে
পন্থ চাইয়া থাকি রে
যদিও না যাইতে পারি
নবীজীর দেশে রে
আমার সালাম পৌঁছে দিও
বাংলাদেশের হাওয়ারে
বাংলা গজর লিরিক্স>> মায়ের নতুন গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/