Paro jodi ei jibontake Lyrics | পার যদি এই জীবনটারে রমজানের গজল | Ramadan Song
পারো যদি এই জীবনটাকে
বানাতে রামাদান
মৃত্যু হবে ঈদের মতো
চাইবে তোমায় রাইয়্যান
জীবনটাকে জীবনটাকে
পারো যদি এই জীবনটাকে
বানাও রামাদান।।
বানাতে রামাদান
মৃত্যু হবে ঈদের মতো
চাইবে তোমায় রাইয়্যান
জীবনটাকে জীবনটাকে
পারো যদি এই জীবনটাকে
বানাও রামাদান।।
নাজাতের সওগাত এনে দাও
পাপী তাপীর মাঝে
বারাকার ফুল ফোটাও ভবে
সকাল সন্ধ্যা সাজে।।
মুক্তির বার্তা পৌঁছে জানাও
পূতো শান্তির আহ্বান।।
ঐ রামাদান আসে একবার
এগারো মাস পরে
রামাদান হয়ে ছড়াও সুবাস
সারা বছর জুড়ে।।
রামাদান চাঁদ বিদায় নিলে
উম্মাহ কাঁদে যেমন
মরণকালে তোমার শোকে
কাঁদবে ভুবন তেমন।।
আজরাইলের হাতে যাবে
বীরের মত-ই প্রাণ।।
আরো বাংলা লিরিক্স গজল- বাঁশের পালকি চইড়া মাগো গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।