Qalbi Muhammad Gojol Lyrics | নবী প্রেমের সেরা গজল লিরিক্স | Bangla Gojol

 Qalbi Muhammad Gojol Lyrics | নবী প্রেমের সেরা গজল লিরিক্স | Bangla Gojol

abu rayhan
 

নবী প্রেমের সেরা গজল অডিও


 Download
 
গানঃ ক্বলবি মুহাম্মাদ 
কথাঃ যুবায়ের সিফাত 
সুরঃ এইচ আহমেদ

Lyric

অভিপ্রায়ে একটাই কামনা আমার
চাই শুধু এ জীবনে তোমারই দিদার
তুমি থাকো মনে প্রাণে আমাতে মিশে
আজীবন যাই তব খুব ভালোবেসে
তুমি আলোর জ্যোতি 
ঘোচাও আধার রাতি
সুরে সুরে নিত্য দিবস গাইছি তোমার না’ত 
কামলিওয়ালা,দিও কাউসার পেয়ালা
সে আশায় মনের নেশায় গুনছি  প্রভাত
ক্বলবি ইয়া ক্বলবি ইয়া মুহাম্মাদ!!
 
আঁধারে ডুবে ছিল যবে এ পৃথিবী 
তুমি এসে সাজালে এই যে সবই
তুমি পথের দিশা 
প্রিয় আমার কান্ডারি 
তুমি ছাড়া এ জীবনে নেমে আসে রাত
ভাবিনা তুমি হীনা
গাহেনা হৃদ বীণা 
সে রাতের দীর্ঘশ্বাসে আসেনা যে প্রভাত
ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!!
 
পাথর বুকে দিলে ফোটাতে যে ফুল
তোমার ঘ্রাণে হল ধরা যে অতুল
শয়নে স্বপনে
তিমির রাতের গোপনে
আমাতে দেখা দিও ওগো আহমাদ
হাশর সেই দিবসে
আমায় সুপারিশে 
বাঁচিও এই পাপীকে আমার প্রেমাস্পদ
ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!! 
 

আরো বাংলা গজল >> মুসাফির গজল লিরিক্স

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply