ROJAR MASHE HRIDOY HASHE LYRICS | রোজার মাসে হৃদয় হাসে গজল লিরিক্স | Bangla Gojol

ROJAR MASHE HRIDOY HASHE LYRICS | রোজার মাসে হৃদয় হাসে গজল লিরিক্স | Bangla Gojol

ROJAR MASHE HRIDOY HASHE LYRICS
রোজার মাসে হৃদয় হাসে
হাসে বনের ফুল
আকাশ নদী চাঁদ সিতারা
আনন্দে মাশগুল

কেউ বা বসে কুরআন পড়ে
তাসবিহ জপে জিকির করে
রবের কাছে ধরনা ধরে
ভাঙ্গে মনের ভুল

যার নসিবে সিয়াম জুটে
সেই তো বড় সুখি
জীবন জুড়ে ফুটতে থাকে
হাজার সূর্যমুখী

সামনে ভাসে নেকির ডালা
এখন শুধু নেয়ার পালা
সু-স্বাগতম হে রোজারদার
গায় পাখি বুলবুল

    

আরো বাংলা লিরিক্স গজল- সেহেরী খাব রাখব রোজা লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply