সাফা মারওয়ায় যে সকল দোয়া | Safa Marwa Dua Bangla | হজ ওমরা
সাফা পাহাড়ের কাছে এলে দোয়া
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ.
বাংলা উচ্চারণ : (ইন্নাছ ছাফাওয়াল মারওয়াতা মিন শাআ য়িরিল্লাহ)।
বাংলা অর্থ : নিশ্চয়ই ছাফা ও মারওয়া (পাহাড়) আল্লাহর অন্যতম নিদর্শন।
(মুসলিম শরীফ, হাদীস নং ৮৮৬)
ছাফা পাহাড়ে উঠে কিবলামুখী হয়ে যেই দোয়া
لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
বাংলা উচ্চারণ : (লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার)।
বাংলা অর্থ : আল্লাহ ছাড়া কোন উপাস্য (মাবুদ) নেই। আল্লাহ মহান ও সর্বশ্রেষ্ঠ।
(আবু দাউদ শরীফ, হাদীস নং-১৯০৫)
০২নং দোয়া-
لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ أَنْجَزَ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَةً وَغَلَبَ الْأَحْزَابَ وَحْدَةً.
বাংলা উচ্চারণ : (লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বদির। লা ইলাহা ইল্লাল্লাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাছারা আ’বদাহু ওয়া গুলাবাল আহযাবা ওয়াহ-দাহু)।
বাংলা অর্থ : আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি একক তার কোন অংশীদার নেই। সমস্ত রাজত্ব ও প্রশংসা কেবল তারই। তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি একক তিনি স্বীয় ওয়াদা পূরণ করেছেন। তিনি নিজ বান্দাকে সাহায্য করেছেন। তিনি একাই সম্মিলিত বাহিনী পরাজিত করেছেন। (সহিহ ইবনে খুযায়মাহ, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নং- ২৩০)
সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে এই দোয়া
رَبِّ اغْفِرْ وَارْحَمْ ، إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ
বাংলা উচ্চারণ : (রব্বিগ্ধ ফির অরহাম, ইন্নাকা আনতাল আয়াজ্জুল আকরামু)। ,
বাংলা অর্থ : হে (আমার প্রতিপালক) আল্লাহ! আমাকে ক্ষমা করো, দয়া করো আর তুমি তো মহাপরাক্রমশালী মহাসম্মানিত। (তবরানী শরীফ, হাদীস নং-৮৬৯)
আরো পড়ুন>> হজ্জের নিয়ম কানুন ও দোয়া
আরো পড়ুন>> মদিনা ও নবীজীর রওজা জিয়ারতের ফজিলত, নিয়ম ও দোয়া
আল্লাহ আমাদের সকলকে হজ্জ ও ওমরা করার তৌফিক দান করুন।
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।