seheri khabo rakhbo roja gojol lyrics | সেহেরী খাব রাখব রোজা লিরিক্স | romjan new song

seheri khabo rakhbo roja gojol lyrics | সেহেরী খাব রাখব রোজা লিরিক্স | romjan new song 

seheri khabo rakhbo roja gojol lyrics
সেহেরী খাব রাখব রোজা
ডাক দিও মা আমারে 
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে-৩

একটি বছর পরে এলো 
পবিত্র রমজান
আকাশ বাতাস চাদ সেতারায় 
বয়ছে  খুশির বান – ২

পাপি তাপির ঝরবে গোনাহ 
মাগফিরাতের জোয়ারে
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে

সেহেরী খাব রাখব রোজা 
ডাক দিও মা আমারে 
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে-২

যায়নামাজে দাড়িয়ে যাব 
পড়বো মাগো তারাবি
যেই নামাযের শিক্ষা দিলেন 
আমাদের প্রিয় নবী – ২

রোজ হাশরে ধন্য হব 
মহান প্রভুর  দিদারে
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে-২

সেহেরী খাব রাখব রোজা 
ডাক দিও মা আমারে 
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে-২

আত্মাকে মা শুদ্ধ করতে 
বন্ধ রাখবো পানাহার 
হিংসা বিবাদ যাব ভুলে 
দূর হবে মা অহংকার – ২

প্রসান্ত এই অগনিতা 
শান্তি সুখ পাব ফিরে
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে

সেহেরী খাব রাখব রোজা 
ডাক দিও মা আমারে 
সারা দিনের ক্লান্তি ভুলে 
সুখটা নিব ইফতারে-৩


আরো বাংলা লিরিক্স গজল- বাবা তুমি কেমন আছো গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply