seheri khabo rakhbo roja gojol lyrics | সেহেরী খাব রাখব রোজা লিরিক্স | romjan new song
সেহেরী খাব রাখব রোজা,
ডাক দিও মা আমারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে-৩
ডাক দিও মা আমারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে-৩
একটি বছর পরে এলো
পবিত্র রমজান
আকাশ বাতাস চাদ সেতারায়
বয়ছে খুশির বান – ২
পবিত্র রমজান
আকাশ বাতাস চাদ সেতারায়
বয়ছে খুশির বান – ২
পাপি তাপির ঝরবে গোনাহ
মাগফিরাতের জোয়ারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে
মাগফিরাতের জোয়ারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে
সেহেরী খাব রাখব রোজা
ডাক দিও মা আমারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে-২
যায়নামাজে দাড়িয়ে যাব
পড়বো মাগো তারাবি
যেই নামাযের শিক্ষা দিলেন
আমাদের প্রিয় নবী – ২
রোজ হাশরে ধন্য হব
মহান প্রভুর দিদারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে-২
সেহেরী খাব রাখব রোজা
ডাক দিও মা আমারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে-২
আত্মাকে মা শুদ্ধ করতে
বন্ধ রাখবো পানাহার
হিংসা বিবাদ যাব ভুলে
দূর হবে মা অহংকার – ২
প্রসান্ত এই অগনিতা
শান্তি সুখ পাব ফিরে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে
সেহেরী খাব রাখব রোজা
ডাক দিও মা আমারে
সারা দিনের ক্লান্তি ভুলে
সুখটা নিব ইফতারে-৩
আরো বাংলা লিরিক্স গজল- বাবা তুমি কেমন আছো গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।