সূরা ফাতিহা | সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ | Surah Fatiha mp3

সূরা ফাতিহা | সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ | Surah Fatiha mp3

সূরা ফাতিহা
 

সূরা ফাতিহা অডিও 

 
 

সূরা ফাতিহা আরবি  লেখা 

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلهِ رَبِّ الْعَلَمِينَ * الرَّحْمَنِ الرَّحِيمِ * مَلِكِ يَوْمِ الدِّينِ * إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ * اهْدِنَا الصِّرَاط الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمُ * غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ*


সূরা ফাতিহার বাংলা উচ্চারণ

(১) আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন।

(২) আর রাহমানির রহীম।

(৩) মালিকি ইয়াওমিদ্দীন।

(৪) ইয়্যাকা না অ বুদু ওয়া ইয়্যাকা নাসতা’য়ীনু।

(৫) ইহ্ দিনাচ্ছিরত্বল মুসতাক্বীমা,

(৬) ছিরত্বল্লাযীনা আন’আমতা আলাইহিম।

(৭) গইরিল মাগদুবি ‘আলাইহিম ওয়ালাদ্ব দ্বল্লীন । আমিন!

 

সূরা ফাতিহা বাংলা অর্থ

(১) সমস্ত প্রশংসা মহান আল্লাহ্র জন্য, যিনি সকল সৃষ্টিজগতের পালনকর্তা।

(২) যিনি অতিশয় মেহেরবান এবং দয়ালু।

(৩) যিনি শেষ বিচারের দিনের অধিপতি।

(৪) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

(৫) আমাদেরকে সরল-সোজা পথ দেখাও।

(৬) ঐ সমস্ত লোকদের পথ, যাদেরকে তুমি নি‘আমাত দান করেছ।

(৭) তাদের পথে নয়, যাদের প্রতি তোমার গযব অবতীর্ণ হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

 

আরো পড়ুন>> সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

 

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply