Tomar srishti Jodi Hoy eto sundor Lyrics। তোমার সৃষ্টি যদি হয় এতো। Bangla Gojol

Tomar srishti Jodi Hoy eto sundor Lyrics। তোমার সৃষ্টি যদি হয় এতো। Bangla Gojol 

Tomar srishti Jodi Hoy eto sundor Lyrics

 
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন
ভরে যায় তৃষিত এ অন্তর।

যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে পাখি হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।

যে তারা ছড়ায় হাসি আকাশে
যে ফুল সুরভি ঢালে বাতাসে
সেই তারা সেই ফুল যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।

যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলো আজীবন মদীনায়
সেই মানুষ যদি এতো সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর।


আরো বাংলা লিরিক্স গজল- তুমি আসমানে থাক প্রভু, আমি জমিনে

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply