Tumi Nabi Sundor Gojol Lyrics | তুমি নাবী সুন্দর গজল লিরিক্স | Bangla Gojol
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর
ফুলে বলে সুবাসিত নবীজীর অন্তর
তারাদের দল বলে তুমি সেরা সরবে
মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে
মানুষের কাছে তুমি রহমের বন্দর!
ফুলে বলে সুবাসিত নবীজীর অন্তর
তারাদের দল বলে তুমি সেরা সরবে
মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে
মানুষের কাছে তুমি রহমের বন্দর!
রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির
শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির
রাত বলে নূর ছিলো রাসূলের দৃষ্টিতে
দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে
আলোময় তুমি করো পৃথিবীর অন্দর!
আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির
বয়ে দিলে ধরণীতে বায়ু-তাপ স্বস্তির
মদীনার বাতাসেরা এসে বলে বাংলায়
আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়
ভরে যায় সাকিনাতে মদীনার প্রান্তর!
আরো বাংলা লিরিক্স গজল- মরিলে কান্দিলে কি হবে গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।