Zikir Gojol Lyrics | New Islamic Song । জিকির গজল বাংলা লিরিক্স

Zikir Gojol Lyrics | New Islamic Song । জিকির গজল বাংলা লিরিক্স

Zikir Gojol Lyrics

যিকির গজলের লিরিক্স
লা ইলাহা ইল্লাল্লাহ গজল লিরিক্স


কোন খালিক নেই তুমি ছাড়া
কোন মালিক নেই তুমি ছাড়া
কোন মা-বূদ নেই তুমি ছাড়া
কোন মাশুক নেই তুমি ছাড়া

এই জীবনে তোমার মত আপন আর কেউ নাই
এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুজে বেড়াই
তোমার ফিকিরে মন হয় উতালা

লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসুরুল্লা

ভাবনার আকাশে শুধু তুমি
বুকের জমিনে শুধু তুমি
হৃদয় গভীরে শুধু তুমি
দুচোখ জুড়ে শুধু তুমি

নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব
জীবনে মরনে তুমি ভরসা, তুমি আমার সব।
তোমার ফিকিরে মন হয় উজালা।

লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসুরুল্লা


আরো লিরিক্স >> মায়ের নতুন গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply