তোমায় দেখার আশায় সংগীত লিরিক্স | Tumay Dekhar Asay Lyrics Gojol | বাংলা গজল লিরিক্স
(তোমায় দেখার আশায় দিন কেটে যায়
দুরুদ সালাম পাঠাই দূর মাদিনায়)।।
(ওগো পেয়ারা নাবী ধন্য করেছো সবি)।।
তুমি থাকো মনের ব্যকুলতায়
দুরুদ সালাম পাঠাই দূর মাদিনায়)।।
(ওগো পেয়ারা নাবী ধন্য করেছো সবি)।।
তুমি থাকো মনের ব্যকুলতায়
তোমায় দেখার আশায় দিন কেটে যায়
দুরুদ সালাম পাঠাই দূর মাদিনায়
(আলোর প্রদিপ তুমি এই দুনিয়ায়)।।
(তুমি ছাড়া লাগে সবি আধার)।।
(তোমার পরশ পেয়ে খুশি আসলো ধেয়ে)।।
তামাম জাহানের প্রতি কনায়
তোমায় দেখার আশায় দিন কেটে যায়
দুরুদ সালাম পাঠাই দূর মাদিনায়
(না দেখে তোমারি সুন্নাহ বুকে)।।
(রবের যিকির রাখি মুখে মুখে)।।
(তোমায় ভালোবাসি রাসূল বড় বেশি)।।
প্রেম দিও কাওসার পেয়ালায়
(তোমায় দেখার আশায় দিন কেটে যায়
দুরুদ সালাম পাঠাই দূর মাদিনায়)।।
আরো লিরিক্স গজল >> এতো ভালোবাস কেন মালিক লিরিক্স গজল
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।