হজের প্রকারভেদ ও কোন হজ বেশি উত্তম? | হজ ও ওমরা | Hajj

 হজের প্রকারভেদ ও কোন হজ বেশি উত্তম? | হজ ও ওমরা | Hajj 

হজ ওমরা

হজ তিন প্রকার:

• হজ্জে ইফরাদ

• হজ্জে তামাত্তু

• হজ্জে ক্বিরান


১. হজ্জে ইফরাদ বলাহয় : হজের মাসে কেবলমাত্র হজের নিয়াতে ইহরাম বেঁধে হজ করাকে হজ্জে ‘ইফরাদ’ বলে। এরূপ হাজীকে বলা হয় মুফরিদ।


২. হজ্জে তামাত্তু বলাহয় : হজের মাসে প্রথমে ‘উাহর নিয়াতে ইহরাম বেঁধে ‘উম্রাহ শেষ করে পুনরায় ৮-ই যিলহজ মক্কা থেকে হজের ইহরাম বেঁধে হজ করাকে হজ্জে ‘তামাত্তু” বলে । এরূপ হাজীকে বলা হয় মুতামাত্তি’।


৩. হজ্জে ক্বিরান বলাহয় : একই ইহরামে হজ ও ‘উম্রাহ এক সাথে মিলিয়ে করাকে বলা হয় হজ্জে ‘ক্বিরান’। এরূপ হাজীকে বলা হয় “কারিন’ এই তিন প্রকার হজের মধ্যে ক্বিরান হজই উত্তম। কেননা এতে এক ইহরামে দীর্ঘদিন থাকতে হয় বলে কষ্ট বেশি হয়। রাসূলুল্লাহ সা.-এর জীবনের শেষ হজ ছিল হজ্জে কিরান।


আরো পড়ুন>> যাদের উপর হজ ফরজ

আল্লাহ আমাদের সকলকে হজ্জ ও ওমরা করার তৌফিক দান করুন।

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply