amake mabud tumi emon kore Lyrics | আমাকে মাবুদ তুমি এমন করে | Bangla Gojol

amake mabud tumi emon kore Lyrics | আমাকে মাবুদ তুমি এমন করে | Bangla Gojol 

amake mabud tumi emon kore Lyrics
আমাকে মাবুদ তুমি এমন করেই
দাও ক্ষমা, দাও ওগো মাফ
যে ক্ষমায় দিশা পেয়ে এই গোনাগার
আর যেন নাই করি পাপ।
ইগফিরলানা, ওয়া জুনুবানা
ওয়াকিনা আযাবান্নার।।
::
দাও হেদায়াত তুমি এমনভাবেই
যাতে আর নাই ভুলি পথ
করো হেফাজত তুমি এমন করেই
যাতে দূরে থাকে মুসিবত।
মুছে দাও হৃদয়ের কলুষতা সব—
দাও খুলে রহমের দ্বার।।
::
করো সম্মানি তুমি এমন করেই
যাতে অপদস্থ না হই
ধৈর্যটা দাও তুমি এমনভাবেই
যাতে শত ব্যথা সয়ে রই।
::
এমন শান্তি তুমি দাও গো আমায়
যাতে আর কষ্ট না পাই
অগণিত সফলতা দাও গো মাবুদ
যাতে বিফলতা ভুলে যাই।
তোমার মহিমা দিয়ে দাও মুছে দাও—
এ মনের সকল আঁধার।।

আরো বাংলা লিরিক্স গজল- পরের ভালো দেখে যদি লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply