Amar Ekta Mon Chilo Lyrics | আমার একটা মন ছিল লিরিক্স । জাইমা নূর

Amar Ekta Mon Chilo Lyrics | আমার একটা মন ছিল লিরিক্স । জাইমা নূর 

Amar Ekta Mon Chilo Lyrics
আমার একটা মন ছিল
মনের কিছু পণ ছিল
আপন কিছু জন ছিল
কেমনে হলো পর
আজ মনে হয় এ জীবনটা
শূন্য বালু চর ।।

বাড়ির পাশে বন ছিল
বনের ভেতর ধন ছিল
ঘরে করিমন ছিল
কেমনে হলো পর
পারলে আবার তাদের ধরে
বুকের ভেতর ভর ।।

কিছু জ্বালাতন ছিল
ভাল লাগার ক্ষণ ছিল
এ জীবনে রণ ছিল
কেমনে হলো পর
বলছি যারে নিজের বাড়ি
সে কি নিজের ঘর ?
কোথায় আমার আসল বাড়ি
বল নারে অন্তর ।।


আরো বাংলা লিরিক্স গজল- গড়েছো তুমি এই পৃথিবী জাহান

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply