দেশটা নয়তো কারো বাপের ভিটা সংগীতের লিরিক্স | Deshta Noyto Karo Baper vita gojol Lyric | Abir Hasan

দেশটা নয়তো কারো বাপের ভিটা সংগীতের লিরিক্স | Deshta Noyto Karo Baper vita gojol Lyric | Abir Hasan

Abir Hasan
 

দেশটা নয়তো কারো বাপের ভিটা গজল mp3

 
গান : দেশটা নয়তো কারো বাপের ভিটা,

কথা : আইনুদ্দিন আল আজাদ

 
(দেশটা নয়তো কারো বাপের ভিটা,
করবে মন চাইলে যখন যেটা)।। 
 
(দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরি দামে কেনা,
মাটিতে মিশে আছে লাক্ষ শহীদেররক্তকণা)।।
(শহিদের রক্তের দামে কেনা মোদের সোনারভিটা)।।
তবে কেন আভ্যাস হলো বিদেশিদের চরনচাটা?
(দেশটা নয়তো কারো বাপের ভিটা
করবে মন চাইলে যখন যেটা)।। 
 
(এদেশের মাটি থেকে গন্ধ আসে ঐ কালেমার
এদেশের আকাশ ছুঁয়ে রয় দাড়িয়ে কত মিনার)।।
(আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা)।।
সে দেশে আজকে কেনো ন*স্তি*কতার ঘনঘটা?
(দেশটা নয়তো কারো বাপের ভিটা
করবে মন চাইলে যখন যেটা)।। 
 
(যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা
সে দেশের সংসদে হয় ম*দের আইন বৈধ রাখা)।।
(বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা)।।
সবইতো নাচের পুতুল তা*গত হলো আসল খুঁটা
(দেশটা নয়তো কারো বাপের ভিটা
করবে মন চাইলে যখন যেটা)।। 
 
(যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা,
দেশ নয় তাদের আজই দাদার লাগি মাথাব্যাথা)।।
(আসলে মোদের হলো বদ নসীব আর কপাল ফাটা)।।
তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা
(দেশটা নয়তো কারো বাপের ভিটা
করবে মন চাইলে যখন যেটা)।। 
 
(ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময়
ইহুদির এজেন্ট সেঁজে কান দেয় ওরা ভোটের সময়)।।
(মমতায় উৎলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা)।।
দেশ জাতির শত্রু ওরা এদেশ থেকে ওদের হটা
(দেশটা নয়তো কারো বাপের ভিটা
করবে মন চাইলে যখন যেটা)।।
 
===================♥ 
 

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply