রাতজাগা পাখিরা গজল লিরিক্স | Ratjaga Phaki Gojol Lyric | bangla lyrics gojol

রাতজাগা পাখিরা গজল লিরিক্স | Ratjaga Phaki Gojol Lyric | bangla lyrics gojol

gojol lyrics
 

রাতজাগা পাখিরা গজল অডিও


 
গান : রাতজাগা পাখিরা
কথা : রুকন রাইয়্যান
 
(রাতজাগা পাখিরা ডাকে অভিরল
ঝর্নার জলধারা বহে কলকল)।।
(এসবে আমি খুঁজি তোমায়)।।
তুমি অপরুপ তুমি অনন্য (তুমি চিরোজীবী ধন্য)।।
(ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ)।। 
 
(কৃষ্ণচূড়ার গুলাবণে মুখরিত সারাবেলা পাখির গানে,,
বিলের জলে ওই পদ্ম পাতায় তোমার ছবি
আঁকা মনের খাতায় )।।
(এসব নিখিল গানে খুঁজি তোমায় )।।
তুমি অপরুপ তুমি অনন্য (তুমি চিরোজীবী ধন্য)।।
(ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ)।। 
 
(মৌ বনে ভ্রমরার গুনগুনানি প্রজাপতির ডানা নীল সরণি,,
অগণিত তারা আর সোনালী চাঁদ দূর করে দেয় দুঃখ বিষাদ )।।
(এসব রূপে রঙে খুঁজি তোমায় )।।
তুমি অপরুপ তুমি অনন্য(তুমি চিরোজীবী ধন্য)।।
(ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ)।।
 
 
===================♥ 
 

আরো বাংলা লিরিক্স >> মাকে নিয়ে তাক লাগানো গজল

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply