Jotodin Beche Robo Gojol Lyrics | যতদিন বেঁচে রবো গজর লিরিক্স | Rajiya Risha

 Jotodin Beche Robo Gojol Lyrics | যতদিন বেঁচে রবো গজর লিরিক্স | Rajiya Risha 

 

যতদিন বেঁচে রবো গজর অডিও

 

Lyrics

যতদিন বেঁচে রবো ধরণীর বুকে
আল্লাহ নামটি নেব ততদিন মুখে
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
 
গাছের পাতা মাঠের ও ঘাস পথের ধূলিকণা
আল্লাহ নামটি তাদের কাছে চিরচেনা
ঐ নামেরি মধুর সুরে ভুবন মাতে সুখে
 
পাখপাখালি ফুল ফল নদীর সকল মাছে
জগৎ স্বামীর নাম ধরিয়া খুশিতে নাচে
ঐ সুনীল আকাশ আল্লাহু নামের রংধনুয় আঁকে
 
ত্রিভুবনে পয়দা যত অণু পরমাণু
আল্লাহ নামের কাছে সবাই নতজানু
আল্লাহর নাম মুখে যাহার কে তাহারে রুখে
 

বাংলা গজর লিরিক্স>> কি হবে সত্য বুকে চেপে রেখে গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply