মায়ের নতুন গজল লিরিক্স | Sonamoni Gojol Lyrics | সোনামণি গজল লিরিক্স | Rajiya Risha
মায়ের গজল অডিও
Lyrics
সোনামণি জাদুমনি শুনিনা
মা এখন আমি
কোথায় গেলে আমায় ফেলে
জানিনা মা তুমি
সারাটা রাত তোমায় ভাবি
মেলে দুটি আঁখি
তোমায় ছাড়া একলা মাগো
কেমন করে থাকি
তুমি হলে আমার কাছে
সব চেয়ে মা দামি
বুঝিনি মা কোন অভাব
ছিলে যখন তুমি
এই পৃথিবী এখন আমার
শুধু মরুভূমি
যেথায় আছে মা জননী
ভালো রেখো প্রভু তুমি
বাংলা গজর লিরিক্স>> যতদিন বেঁচে রবো গজর লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/