Rongin ei prithibi Gojol lyrics। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে | Bangla Gojol
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে-২
সাধের এই দেহ মাটিতে খাইবে-২
শূণ্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া
এতো চোখের পানি রে মন…২
এতো চোখের পানি রে মন…২
সন্ধ্যা হলে ডুবিবে বেলা
সাঙ্গ হবে ভবেরই মেলা-৩
কেউবা দিবে আখেরী গোসল-২
কেউবা আনবে আতরদানি…
কার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি।-২
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে-২
সাধের এই দেহ মাটিতে খাইবে-২
শূণ্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া
এতো চোখের পানি রে মন…২
এতো চোখের পানি রে মন…২
কত আশার বাসা তোমার
নিমিষেতে হবে চুরমার-৩
নিমিষেতে হবে চুরমার-৩
কেউবা ডাকবে মা মা করে-২
সাড়া তো দিবে না জননী
কার লাগিয়া এতো মায়া
এতো চোখের পানি রে মন…২
এতো চোখের পানি রে মন…২
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে-২
সাধের এই দেহ মাটিতে খাইবে-২
শূণ্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া
এতো চোখের পানি রে মন…২
এতো চোখের পানি রে মন…২
আরো বাংলা লিরিক্স গজল- তুমি নাবী সুন্দর গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।