Tri Bhuboner Priyo Muhammad Lyrics | ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ | Bangla Gojol
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
এলো রে দুনিয়ায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়।
ধূলির ধরা বেহেশ্তে আজ,
জয় করিলো দিলরে লাজ (x2)
আজকে খুশির ঢল নেমেছে,
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসর সাহারায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়।
দেখ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে (x2)
কচি মুখে শাহাদাতের,
কচি মুখে শাহাদাতের,
বাণী সে শোনায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়।
আজকে যত পাপী ও তাপী,
সব গুনাহের পেল মাফী (x2)
দুনিয়া হতে বে-ইনসাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী,
জুলুম নিল বিদায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আরো বাংলা লিরিক্স গজল- একদিন মাটির ভিতরে হবে ঘর মিজানুর রহমান আজহারী
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।