Fajorer khon gelo poroni namaj Lyrics | ফজরের ক্ষণ গেলো পড়নি নামায | bangla gojol
ফজরের ক্ষণ গেলো পড়োনি নামাজ
জোহরেও ডুবে ছিলে নিয়ে শত কাজ,
হেলায় খেলায় গেলো আছরের কাল-
মাগরিবেও পরলে না নামাজীর সাজ!!
হেলায় খেলায় গেলো আছরের কাল-
মাগরিবেও পরলে না নামাজীর সাজ!!
বিনোদনে কেটে গেলো এশার সময়
এতোটুকু জাগলো না কবরের ভয়.
খুঁজলে না একবারো নাজাতের পথ-
মুসলিম নাম নিতে পেলে নাকো লাজ।।
তোমার মতন নেই হতভাগা কেউ
নেই এতো পাপাচারী পৃথিবীতে আর,
একবার শুরু হলে ভাঙনের ঢেউ
কখনো ফেরাতে জানি পারবে না তার।…
নামাজে ফারাক করে কাফির মোমিন
বিশ্বাসে আবাদ করো বুকের জমিন,
সালাৎ কায়েম করা ঈমানের দাবী-
পরোকাল মুখী করো মনটাকে আজ.
আরো বাংলা লিরিক্স গজল- আজ নয়তো কাল যাবে কেউ
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।